অনেক দিন পর, হাটতে বেড়িয়েছি বিকেলের ম্লান আলোয়। ইচ্ছা ছিল আরো একটু আগে আগেই ঘর থেকে বেড় হব। কিন্তু জীবনের নানান জনজালে বেড় হওয়া গেলনা।
বাড়ির সামনের রাস্তা দিয়ে হাটছি আর ভাবছি, কত বছর হয়ে গেল এই শহরে। কত মানুষের সাথে দেখা হলো, কথা হলো, গান, গল্প কত কিছুই না হলো। আজ সেই সবকিছু যেন বিকেলের ম্লান সূর্য্যের মতো হারিয়ে যাচ্ছে। জীবন যখন শুরু হয়েছিল কত কিছুই তো হবার স্বপ্ন ছিল; কবি, সাহিত্যিক, নাট্যকার, গল্পকার, গায়ক, সুরকার, কত কিছু। কই কিছুই আর হয়ে ওঠা হলো না।
আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার?
এই তো ভালো আছি।তুমি ভালো আছ?
জ্বি, আলহামদুলিল্লাহ।
এই যে লম্বা চওড়া ছেলেটা গেল এর নাম কি আমি এখন মনে করতে পারছি না। ছেলেটা আমাদেরই এখানকার ফিজিক্সের ছাত্র। ওকে আমি যত বারই দেখি একজন মানুষের কথা মনে পড়ে।তার নাম মোবারক, সম্পূর্ণ নাম মোবারক হোসেন তালূকদার। হুমায়ুন আহমেদ তাঁর বিভিন্ন উপন্যাসে মোবারক হোসনের নামটা বার বার ব্যবহার করেছেন। প্রিয় মানুষদের ভালো লাগার বিষয় গুলো নিজের কাছে ভালোই লাগে।হুমায়ূন আহমেদ আমার একজন প্রিয় মানুষ, তিনি রসায়নের ছাত্র আমি তা না। আমি কে এই বিষয়ে না বলে মোবারকের কথা বেশি বলি।কেন না মোবারকের সন্ধান আজ আর আমার কাছে নেই। মোবারক আমার ব্যাচমিট ছিল। ক্যান্টনমেন্টে সবার পরিচিত মুখ মোবারক হোসেন। মোবারক হোসেন নামটা সেকেলে মনে হলেও তার কাজ কর্ম ছিল অত্যাধুনিক । ক্যান্টনমেন্টে প্রত্যেকেই এক নামে চিনত।গান, নাচ, কবিতা, অভিনয়, কোন কিছু বাদ দেয়নি মোবারক।
চার বছরের সামরিক ট্রেনিং এর শেষে আমাদেরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। এক দলকে সামরিক অন্য দল বেসামরিক। যোগ্যতার মাপকাঠিতে আমি অযোগ্য বলে, আমাকে দেওয়া হলো বেসামরিক দলে। আর মোবারকসহ আরো বেশ কয়েক জন যায় সামরিক দলে। এই যে দুই ভাগে বিভক্ত হলাম সেই থেকে আর কখনো দুই বন্ধুর প্রত্যক্ষ যোগাযোগ হয়নি। ক্যান্টনমেন্ট থেকে বেড়িয়ে আসার দুই বছর পর্যন্ত তার সাথে যোগাযোগ রক্ষা করতে পারলেও এখন আর বন্ধু মোবারকের কোন খবর আমার জানা নেই।
এক সময় আমাকে পঠিয়ে দেওয়া হয় স্কটল্যান্ডে, তারকিছু দিন পর লিভারপুল। যত দূর মনে পরে সেই সময়ই, মোবারক কে বিশেষ আর্মি ফোর্স এর অধিনায়ক করে পাঠিয়ে দেওয়া হয় তুরস্কের কৃষ্ণ সাগর সীমান্তবর্তী অঞ্চল বসফরাসে। তার দুই বছর পর কোন এক বিশেষ কারণে তাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে বন্ধু মোবারকের সাথে আর কোন যোগাযোগ রক্ষা করতে পারি নি আমি মোবারক । সবচেয়ে মজার বিষয় হলো আমার নামও মোবারক ওর নামও মোবারক ।
লেখাটি পড়ার জন্য আপনাকেও “মোবারক”।
0 Comments