বিনামূ্ল্যে চাকরী!
আসসালামু আলাইকুম,
প্রতি নিয়ত চলছে বিভিন্ন চাকরীর নিয়োগ।আবেদন
করতে হচ্ছে অনলাইনে অথবা অফলাইনে। মাঝে মাঝে আবেদন করতে পারছেন আবার কখোন পারছেন না। এর কারণ দৈনন্দিন নানা চাপ আর বিভিন্ন কাজের ঝামেলা। এই আবেদন করা টা কিন্তু খুব কঠিন কাজ না, যে কোন সময় যে কোন কম্পিউটারের দোকানে গিয়ে এই আবেদনটা করে নিতে পারছেন কিংবা নিজে ঘরে বসেই করে নিতে পারেন। কিন্তু হাতে সময় না থাকার কারণে সেই অতি সহজ কাজটাও আপনি করতে পারছেন না।
তাই বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করে আমি মতিউর
রহমান একটা সহজ কাজ করার চেষ্টা করছি। আপনাদের জন্য বিনামূল্যে যে কোন সরকারী
বেসরকারী চাকরীর আবেদন করে দিতে পারি। এক্ষেত্রে সরকারী ফিস বাদে আর কোন প্রকার
টাকার প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে শর্ত আছে। আমার এই কাজটাকে একে বাড়ে মূল্যহীন
রাখতে চাই না। বিনামূ্ল্যের এই অফারটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিচের শর্তাবলী
মেনে নিতে হবে। শুধু মাত্র একটি না যতখুশি চাকরীর আবেদন করিয়ে নিতে পারবেন নিচের
শর্তাবলী মেনে নিয়ে। আপনি দেশে বা বিদেশে যে কোন জায়গা থেকে এই সুবিধা নিতে পারেন।
শর্তাবলীঃ
০১। আমার দুইটা পেইজ এবং একটা গ্রুপ আছে। আপনাকে
অবশ্যই সেই দুইটি পেইজে লাইক এবং ফলো করে আমার সাথে থাকতে হবে। তবেই বিনামূল্যে যে
কোন চাকরির আবেদন করতে পারবেন।
পেইজের নামঃ-
ক। হাকাটাম একাডেমি,
খ। মতিউর রহমান,
গ।গ্রুপের নাম: CS FOR ALL STUDENT,
০২। পরবর্তীতে যতবারই চাকরীর আবেদন কিংবা অন্য
কোন অনলাইনের কাজ বিনা মূল্যে আমাকে দিয়ে করিয়ে নিতে চাইবেন তত বার আপনার একজন
বন্ধু কে আমার বর্ণিত দুইটি পেইজ এবং গ্রুপে এড করিয়ে নিতে হবে এবং এড করানোর পর
বিষয়টি আমাকে ম্যাসেজের মাধ্যমে জানাতে হবে। আপনি আপনার যে বন্ধুকে আমার পেইজে
যুক্ত করেছেন তার নাম লিখে আমাকে ম্যাসেজ করতে হবে।
০৩। উল্লেখ্য যে, আপনি আগে থেকেই বিনামূল্যে
চাকরীর আবেদন করার সুযোগ সৃষ্টি করে রাখতে পারেন। আপনি যতজন মানুষকে বর্নিত পেইজ
এবং গ্রুপে যোগ করিয়ে রাখবেন ততটা চাকরীর আবেদন আপনি বিনামূল্যে আমাকে দিয়ে করিয়ে
নিতে পারবে।
এই তো আর কোন শর্ত নেই। শুধু চাকরীর আবেদন না। অনলাইনের যত রকমের কাজ আছে তাও এই শর্তের ভিত্তিতে করিয়ে নিতে পারেন। কাজের ধরণ অনুযায়ী শর্তের কিছু পরিবর্তন আসতে পারে।
অনলাইনের আর কি কি কাজ আমি করে থাকিঃ-
০১। ই-পাসপোর্ট এর ফরম পূরর্ণ ও ব্যাংক চালান (অনলাইন)।
০২। পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন ও ব্যাংক চালান
(অনলাইন)।
০৩। জমির পর্চার আবেদন এবং ফি জমা, জমির
নামজারীর আবেদন ।
০৪। স্কুল, কলেজের(SSC/HSC) সার্টিফিকেট সংশোধন
এর আবেদন।
০৫। জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন এবং
নতুনদের ভোটার তথ্য হালনাগাদ এর কাজও করে থাকি।
০৬। ড্রাইভিং লাইসেন্স (লার্নার) এর জন্য
অনলাইনে আবেদন করে থাকি।
আপনারা চাইলে এই সব কাজও আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন।
আমি সাধারণত ফ্রিল্যান্স সার্ভিসিং দেওয়ার চেষ্টা করছি।
আপনারা যারা আমার পেইজটিকে লাইক কমেন্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।
0 Comments