অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করবেন? এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি কি করবেন।
আমরা আজকে আলোচনা করব কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করবেন। অনলাইনে (online) পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করার আগে আমাদের করনীয় কি কি? এবং কি কি কাগজ পত্র সংগ্রহ করতে হবে। এগুলো জানা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
সর্বপ্রথম আপনাকে যেই কাজগুলো করবেন তা নিম্নরুপঃ
১। আপনার কি কি কাগজ পত্র লাগবে?
- পাসপোর্ট।
- ছবি।
- জাতীয় পরিচয়পত্র।
- নাগরিক সনদ।
২।উপরে উল্লেখিত প্রত্যেকটি কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা ধারা সত্যায়িত করতে পবে।আপনি যদি দেশের বাহিরে থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করে থাকেন তাহলে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।
আরো বেশি তথ্য জানতে ভিজিট করুন নিচের লিংকেঃ পুলিশ ক্লিয়ারেন্স
০৩। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনের নিয়মাবলীঃ
অনলাইলে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করার জন্য আপনাকে যেতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এর ওয়েবসাইটে। তারপর সেখান থেকে আপনার নামে একটি একাউন্ট রেজিষ্টার করে নিতে হবে। উল্লেখ্য যে একটি একাউন্ট দিয়ে আপনি একাধিক আবেদনকারীর পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করতে পারবেন।
পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন প্রক্রিয়া ভালো ভাবে বুঝার জন্য আপনারা নিচে ভিডিওটি দেখতে পারেন।
আশা করি ভিডিও টি দেখার পর আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ানেন্স এর আবেদন করবেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন।
সর্তক বাণীঃ
০১। কোন অবস্থাতেই আবেদনের সময় কোন প্রকার ভূল করা যাবে না। যদি ভুল হয়ে যায় তাহলে হল্ল লাইনে যোগযোগ করে ভুল হওয়া তথ্য সংশোধন করে নিবেন। যোগযোগের নম্বরঃ 01320001824, 01320001825
০২। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর সময় প্রয়ৈাজনী কাগজপত্র অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে।
যেমনঃ ছবি, সত্যায়িত পাসপোর্ট, সত্যায়িত আইডি কার্ড, নাগরিক সনদ ইত্যাদি যাবতীয় কাগজ পত্র।
০৩। ভুল সংশোধন করার পর্যন্ত পুলিশ তদন্ত সম্পূর্ণ করবেন না। প্রয়োজনে আপনার থানায় অথবা ডিএসপি
অফিসে যোগাযোগ করুন।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর স্ট্যাটাস চেকঃ
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করার পর আপনার আবেদিত পুলিশ ক্লিয়ারেন্স কোন অবস্থায় আছে তা জানার জন্য আপনাকে প্রতিনিয়ত পুলিশ ক্লিয়ারেন্স এর স্ট্যাটাস চেক করতে হবে।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে চেক করবেন এর জন্য নিচে ভিডিওটি রেখে দিলাম
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করার পর কয়টি ধাপ অতিক্রম করে, তা নিম্নরুপ।
ধন্যবাদ ব্লগটি পড়ার জন্য।
আমি মতিউর রহমান। আমি প্রতিনিয়ত শুদ্ধ ও সত্য বিষয় প্রকাশ করার চেষ্টা করছি তারপরও যদি আপনাদের চোখে কোন ভুল ধরা পরে তাহলে আমাকে ই-মেইল করতে ভুলবেন না। কিংবা আমার ফেইসবুক পেইজে ম্যাসেজ করতে পারেন। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ফেইসবুকে আমার পেইজটিকে লাইক দিয়ে রাখতে পারেন গুরুত্বপূর্ণ সকল তথ্য জানতে ।
1 Comments
https://blogerbd360.blogspot.com/
ReplyDelete