আমি মতিউর রহমান। আমি সব সময় স্বপ্ন দেখি একটি সুখি সুন্দর বাংলাদেশের। যেখানে থাকবে না কোন স্বার্থপরতা, লোভ লালসা, থাকবে না কোন ধোকাবাজে স্থান এমন একটা বাংলাদেশ।
দেশ বিদেশের কথা বলার আগে মনের কিছু কথা বলে নেই।
আমি আমার এই ছোট জীবনে যেই কথাটা মর্মে মর্মে বুঝতে পারছি সেটা হলো, মানুষের কাছে তোমার প্রয়োজন যখন শেষ হয়ে যাবে তখন মানুষ তোমাকে ছুড়ে ফেলে দেবে। তখন তুমি যতই যাই করো না কেন মানুষ তোমার দিকে ফিরেও তাকাবে না। তাই আমি মনে করি যে, আমরা যাই করো না কেন শুধু মাত্র নিজের ভালোর জন্য করা উচিত এতেই দেশ জাতি আশপাশের সকলেরই ভালো হবে। কিন্তু আমি এই কথা বুঝানোর চেষ্টা করছি না যে, আপনি নিজের ভালোর জন্য আরো দশ জনের ক্ষতি করবেন। আমার বিশ্বাস যেই বিষয়টি দশ জনের ক্ষতি করে সেই বিষয় আপনার কোন দিন ভালো করে দেবে না।
এখন নিজের কথা কিছু বলিঃ
আশা করি এতক্ষনে জেনে গেছেন যে, আমি মতিউর রহমান। আমি মূলত কম্পিউটার বিষয়ে অনলাইন এবং অফলাইনে বিভিন্ন রকম কাজ করে থাকি। অনলাইন এবং অফলাইনে এরকম কাজ করেই আমার বর্তমান সময় কাটছে। এসবের পাশাপাশি প্রতিনিয়ত ফেইসবুক এবং ইউটিউবে কম্পিউটার ও প্রযুক্তি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করার চেষ্টা করছি।
আমার কাজকর্মঃ
- ই-টিকেট (অনলাইনে টিকেট কাটা ট্রেন, বিমনা)।
- পাসপোর্টের ফরম ফিল-আপ।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন।
- ট্রেন ও বিমানের টিকেট কাটার কাজ।
- হোটেল বুকিং
- করোনা টিকার নিবন্ধন (ফ্রি)
- কম্পিউটার ট্রেনিং (বেসিক কোর্স)
আমি সাধারণত ফ্রিল্যান্স সার্ভিসিং দেওয়ার চেষ্টা করছি।
2 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteআপনার এই পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি চাইলে সুন্দর সুন্দর প্রেমের কবিতা এবংবাংলা কষ্টের স্ট্যাটাস পড়তে পারেন।
ReplyDelete